
ডাঃ চাঁদনী ,তার ভিজিটিং কার্ডের ডিগ্রীর সারিতে লিখা রয়েছে এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) নিউরোসার্জারী বিশেষজ্ঞ কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কনসালটেন্ট ভাবসা ক্লিনিক এন্ড হাসপাতাল, ঢাকা । এমনি এক ভূয়া পরিচয়দানকারী ডাক্তার আটক হয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ।
তার পূরা না রুমা আক্তার ওরফে চাঁদনী । বাবার নাম গোলাম প্রামানিক। তিনি ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের বাসিন্দা । স্বামী শরিফুল ইসলাম পুলিশের এএসআই পদে চাকুরী করেন ঢাকার একটি থানায় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কনসালটেন্ট ভাবসা ক্লিনিক এন্ড হাসপাতাল ঢাকায় কর্মরত রয়েছেন কনসালটেন্ট হিসাবে এমন পরিচয় দিতে এসে ফেঁসে গেছেন। তিনি কেন শজিমেক হাসপাতালে এসেছিলেন সে বিষয়টি ষ্পষ্ট নয় । গতকাল সোমবার দুপুরে তাকে দেখে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে চ্যালেঞ্জ করলে থলের বিড়াল বেড়িয়ে আসে । তাকে বগুড়া শজিমেক হাসপাতালে আটক করে পুলিশে সোপর্দ করেন হাসপাতাল কতৃপক্ষ ।
এব্যপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) এর সাথে কথা বলা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যপারে স্থানীয় ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই আজিজ মন্ডল মিথ্যা পরিচয় প্রদান ও প্রতারনার অভিযোগে একটি মামলা দিয়েছেন।