
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করলেন এক মা।
শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে।
সে আশুলিয়ার এক পোশাক কারখানায় কাজ করেন বলে জানান। নাজমা বেগম (২৫) নামে নারী বগুড়া জেলার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শীরা জানায় , শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) এর একটি বাসে বাড়ি যাচ্ছিলেন নাজমা বেগম। পথিমধ্যে সে প্রসব ব্যাথা অনুভব করেন। পরে বাসের চালক মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাসটি নিয়ে আসেন। সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই মেয়ে বাচ্চা প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে ক্লিনিকে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন। মা ও শিশু সুস্থ আছেন বলে ক্লিনিকে কর্তব্যরত নার্স প্রণতি সাহা জানান।