
অবেলা
আশরাফুল আলম
পথহারা পথিকের স্বপ্ন দ্বারে- কে
তুমি দাঁড়িয়ে–
কুয়াশার সাগর মাড়িয়ে এলে
অবেলায়, বিষন্ন বদনে দেখি
তোমার নিষ্পাপ মুখ!
বয়ে যাওয়া ঝটিকার ধ্বংস স্তুপের
ভিতরে-
একটি দুর্লভ কহিনুরের ভয়ার্ত
আত্মমায়ার মুর্তি!
বাঁধন হারা বুনো কোকিলের মত
অপলক চাহুনিতে–
সেই তো এলে কত বছর পরে
আমার দেশে,
সফেৎ হরিদ্রির সাগর পাড়ি দিয়ে
উর্মির মত ভেসে!
আমার শুপ্ত বেদনার ঘরে আগুনের
পরশ বুলাতে–
ধুনটের চেনা পথে হারিয়ে মানিক
রতন- কোথায় খুজবে এমন
শাহজাহানের অতৃপ্ত মন?
যে মন বহুদিন আগে তোমাকে
চেয়েছিলো সোনালী তপনের মাঝে–
গিয়েছে সে পথ অতীতের অতল
অন্ধকারে হারিয়ে!
হাজার বছর পরে
কোন একদিন তুমি আমাকেই চাইবে–
বর্ষার মেঘের পালকের মাঝে হয়তো লুকাবে
তোমার অশ্রু ধারা!
কামনার জলে ভরে যাবে
তোমার অমরাবতী–
মনে পড়বে কত পাথারের কথা,
কত মাঠের স্মৃতি!
কত যুগ কত যুগান্তরের
না পাওয়ার ইতিহাস-
নিউজটি পড়েছেন 3305 জন