
স্ত্রীর ওপর অভিমান করে বগুড়ার ধুনটে ইঁদুর নিধনের ট্যাবলেট খেয়ে হাছেন আলী (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ১২টার সময় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর প্রতি অভিমান করে বৃদ্ধ হাছেন আলী শুক্রবার ইঁদুর নিধনের ট্যাবলেট খেয়ে ছটফট ও বমি করতে থাকেন। এ সময় পরিবারের লোকেরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। নয়াদিগন্ত