শিরোনাম

ধুনটে দুই চিকিৎসককে কুপিয়ে জখম গ্রেফতার ১ -

ধুনটে দুই চিকিৎসককে কুপিয়ে জখম গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই চিকিৎসককে কুপিয়ে জখম গ্রেফতার এক । আহত ব্যক্তি হলেন উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বর ঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে পশু চিকিৎসক আলমগীর হোসেন (৩৫) ও ওসমান গনি ছেলে হোমিওপ্যাথি ডাক্তার জহুরুল ইসলাম বিটুল (৩২)। আহত ব্যক্তি দুই জন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ধুনট থানার অভিযোগ সূত্রে জানায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বর ঘাট গ্রামে বাড়ির জায়গা বিরোধের জের ধরে দুই চিকিৎসককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত শুক্রবার (২৪ই মার্চ) রাতি অনুমান ৮ টার দিকে হাঁসখালী টু উত্তর কান্তনগর এলাকার কাঁচা রাস্তার উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আলমগীর হোসেন স্ত্রী ববি খাতুন শনিবার দুপুরে ধুনট থানায় প্রতিবেশী মৃতঃ দুদু আকন্দ ছেলে বেলাল হোসেন (৪০), হেলাল উদ্দিন নান্টু (৩৬), বেলাল হোসেন এর ছেলে রিফাত (২২), মৃত আগের আকন্দ পচার ছেলে মোহাম্মদ আলী (৫০), জামাল আকন্দ সহ অজ্ঞাত নাম ৩\ জন ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ঈশ্বর ঘাট গ্রামে দুই চিকিৎসককে কুপিয়ে জখম করার বিষয়ে আহত আলমগীর হোসেন এর স্ত্রী ববি খাতুন একটি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা দিন রাতে অভিযান চালিয়ে মূলহতা আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করে শনিবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

নিউজটি পড়েছেন 501 জন