শিরোনাম

ধুনটে ইয়াবাসহ আ'লীগ নেতা গ্রেফতার -

ধুনটে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হামিদ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।  আব্দুল হামিদ উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত: জয়নাল আবেদীনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। 

ধুনট থানার সহকারি পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছাতিয়ানি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার নিকট থেকে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। 

নিউজটি পড়েছেন 179 জন