
বগুড়ার ধুনট উপজেলায় তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্বিতীয়বার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর সাবেক স্বামী শরিফ মিয়াকে (৩২) হাতেনাতে আটক করা হয়েছে। পরে গণধোলাই দিয়ে শরিফকে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলায় শরিফকে গ্রেপ্তার দেখিয়ে সেদিন বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। শরিফ উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফ প্রায় ৬ মাস আগে তার স্ত্রীকে তালাক দেন। এ ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন। এ অবস্থায় গত ৩ ফেব্রুয়ারি শরিফ তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
গত বৃহস্পতিবার রাতে শরিফ তার প্রাক্তন স্ত্রীর বাবার বাড়িতে ঢুকে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শরিফকে গণধোলাই দিয়ে আটক করে রাখে।
সংবাদ পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে আহত শরিফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়ে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’ কালবেলা