শিরোনাম

ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা -

ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা

বগুড়ার ধুনট উপজেলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে রেবেকা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেবেকা বেগম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের স্ত্রী। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রুদ্রবাড়িয়া গ্রামের বাড়িতে স্বামীর ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে গৃহকর্তা রফিকুল ইসলাম তালুকদার পরিবার-পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে দুর্বৃত্তদের ভয়ে ঘর ছেড়ে বাইরে অবস্থান নেয়। তবে ওই গৃহবধূ দুর্বৃত্তদের ঘরের ভেতর আটকের চেষ্টা করে। তখন তারা গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এদিকে গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

আহত গৃহবধূকে রাতেই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। করোতোয়া

নিউজটি পড়েছেন 199 জন