শিরোনাম

ধুনটে নিঃস্ব পরিবারের ঘরে আগুন লেগে দুই সহোদরের মৃত্যু -

ধুনটে নিঃস্ব পরিবারের ঘরে আগুন লেগে দুই সহোদরের মৃত্যু

বগুড়ার ধুনটে ঘরে লাগা আগুনে পুড়ে সিয়াম হোসেন (৭) ও মোস্তাকিম আলী (৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ভূতবাড়ি গ্রামের লিটন মিয়া যমুনা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে সেখানে ঘর করে বসবাস করছেন। লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইল জেলায় কাঠমিস্ত্রির কাজ করেন। বাড়িতে সিয়াম ও মোস্তাকিনকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন থাকেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সম্প্রতি সিয়াম ও মোস্তাকিমকে মুসলমানি করানো হয়েছে। শনিবার বিকেলে মা গোলাপী বেগম ঘুমন্ত দুই ছেলেকে ঘরে তালা দিয়ে যমুনা নদীর চরে ছাগল নিতে যান। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ঘরে আগুন লাগলে প্রতিবেশীরা ‘৯৯৯’ নম্বরে ফোন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘর আগুনে পুড়ে যায়। ঘরে থাকা শিশু দু’টি পুড়ে মারা যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বারিক জানান, লিটন মিয়ার বাড়িতে আগুন লাগার বিষয়টি ধুনট ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে দুই শিশু মারা যায়। পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ধুনট থেকে এলাকাটি প্রায় ১৫ কিলোমিটার দূরে হওয়ায় আমরা পৌঁছার আগেই দুই শিশুসহ বাড়ির সব কিছু পড়ে ছাই হয়ে যায়। ধুনট ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ না থাকায় শিশু দু’টির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগুনে পুড়ে ঘরবাড়িসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নয়াদিগন্ত

নিউজটি পড়েছেন 310 জন