
বগুড়ার ধুনট উপজেলায় বাদী ও তার লোকজনের মারপিটে আহত ফজর আলী শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ফজর আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরগাতী গ্রামের জসমত আলীর ছেলে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে ফজর আলী নিহত হন।
থানা পুলিশ ও নিহতের ছেলে মনির হোসেন জানান, উপজেলার নাগেশ্বরগাতী গ্রামের নিহত ফজর আলীর সঙ্গে প্রতিবেশী খোদা বক্স ও হাফিজার রহমানের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফজর আলীর সঙ্গে খোদা বক্সের স্ত্রী ফিরোজা ও হাফিজারের স্ত্রী বিলকিসের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ফজর আলী ক্ষুব্ধ হয়ে ফিরোজা ও বিলকিসকে মারপিট করে। এ ঘটনায় খোদা বক্স ও হাফিজার রহমানের মারপিটে ফজর আলী আহত হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে খোদা বক্স বাদী হয়ে ফজর আলী ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেয়। শনিবার দুপুরের দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে পুলিশের ভয়ে আহত ফজর আলী শনিবার রাতে শেরপুর উপজেলার সুত্রাপুর গ্রামে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকেন। এ অবস্থায় রবিবার দুপুর ২টার দিকে ওই বাড়িতে আহত ফজর আলী মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর খোদা বক্স ও হাফিজার রহমান পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফজর আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভোরের কাগজ