শিরোনাম

ধুনটে স্কুলছাত্রের আত্মহত্যা -

ধুনটে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে স্কুলছাত্রের আত্মহত্যাবগুড়ার ধুনটে নিজ শয়নঘরে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে  নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাফিজুর রহমান বগুড়ার ধুনট উপজেলার খোকশাবাড়ি এলাকার মৃত আব্দুল হাই শাহিনের ছেলে। এবং  স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। সোমবার সকালে তার স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে বাড়ি ফিরে আসে শাওন। এরপর নিজের ঘরে ঢুকে তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

নিউজটি পড়েছেন 421 জন