
বগুড়ার ধুনট উপজেলায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবিসহ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারনাটাবাড়ি গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়টিতে অতর্কিত হামলা চালায়। ওই মামলায় বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জমশের আলীসহ (৩৫) ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা।
গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীদের মারধরে পারনাটাবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিপুল (১৭), আব্দুল মজিদের ছেলে সাজেদুল করিম (৩৫), আব্দুল গণির ছেলে আব্দুল মোমিন (২৮), শাহ আলমের ছেলে সাগর মিয়া (২৫) এবং নুরুল ইসলামের ছেলে নাইম হাসান (১৮) আহত হন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, মামলা তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।