শিরোনাম

ধুনটে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু -

ধুনটে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

বগুড়ার ধুনটে ব্যটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে রঞ্জু মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

রনজু মিয়া উপজেলার শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নে সদস্য (মেম্বার) আমিনুল ইসলাম জানান, রঞ্জু মিয়া দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটো চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন নিজের বাড়িতে অটোভ্যানের ব্যাটারি বৈদ্যুতিক চার্জ দিতেন। তার ধারাবাহিকতায় সোমবার সকালে নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ-স্পর্শে ঘটনাস্থলের রঞ্জু মিয়া মারা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রঞ্জু মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জাগোনিউজ

নিউজটি পড়েছেন 636 জন