
সরকারি রাস্তা থেকে অবৈধ বেড়া অপসারণের চেষ্টা করায় বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ডাবলু প্রামাণিককে মারধরের অভিযোগ উঠেছে। এক বছর ধরে মোহনপুর গ্রামের আব্দুল বাছেদ সরকারি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। মারধরের ঘটনায় ইউপি সদস্য ডাবলু প্রামাণিক বাদী হয়ে আব্দুল বাছেদ, তাঁর ছেলেসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আব্দুল বাছেদের ছেলে ফারাইজুল বলেন, ‘এক্সকাভেটর দিয়ে বালু সরানোর সময় আমার সঙ্গে ইউপি সদস্যের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারধর করার অভিযোগ সঠিক নয়।’ এ ব্যাপারে জানতে চাইলে ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি পড়েছেন 285 জন