ধুনট উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন আলম ওরফে শাহীনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শাহীন ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের দবু প্রামানিকের ছেলে। এর আগে শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শাহীন আলম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি মাদকদ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় শাহীন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদক বিক্রিকালে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়।
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে থাকে। এ অবস্থায় ওই মামলায় ২০২৩ সালের ৬ জুন তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিরাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।