সর্বশেষ:

ধুনটে নির্বাহী কর্মকর্তার শেষ কর্মদিবস স্থানীয়দের কৃতজ্ঞতা - »

ধুনটে নির্বাহী কর্মকর্তার শেষ কর্মদিবস স্থানীয়দের কৃতজ্ঞতা

গত ১ বছর আগে বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন খৃষ্টফার হিমেল রিছিল। বছরের নানা সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বাজার কেন্দ্রীক বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, গুনগতমান ও মাদকসহ নানা অসংঙ্গতি দূর করার চেষ্টা করেছেন। তার হাতে উন্নয়নের বেশ কিছু স্থানও দৃশ্যমান হয়েছে।

খৃষ্টফার হিমেল রিছিল শুধু যে দাপ্তরিক কাজেই প্রসংশনীয় ভুমিকা রেখেছেন তা নয়। বরং এতিম দুস্থ্যদের সহযোগীতা এবং শিক্ষা ও বিনোদনেও নিয়েছেন নতুন নতুন উদ্দ্যোগ। বিভিন্ন প্রতিযোগিতাসহ মাদক বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়ে খেলাধুলাকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট চেষ্টাও চালিয়েছেন তিনি। তার পরামর্শেই উপজেলার বিভিন্ন স্থানে করি। প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো। খেলোয়ার হিসেবে তিনিও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।

সম্প্রতি বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ অংশ গ্রহন করে ধুনট উপজেলাকে প্রসংসার এক নতুন দুয়ারে পৌঁছে দিয়েছেন। ৭ অক্টোবর শহিদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বিকাল ৩টায় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া সদরকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধুনট উপজেলা। উপজেলার শেষ কর্মদিবসে সবার জন্য এই বিশেষ অর্জন ছিনিয়ে এনে তিনি নিজেকে দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন। এ বিজয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে অনেকে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর কাছে তার অনুভুতি জানতে চাইলে তিনি জানান, আমি যা করেছি তা আমার একার কোন কৃতিত্ব নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অর্জন সার্থক হয়েছে। জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জয়লাভ করার পর আমি সত্যিই আনন্দিত ও সবার সম্মিলিত প্রচেষ্টার কারনে উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলায় সংক্ষিপ্ত সময়ে আমার দপ্তর থেকে যেটুকু উন্নয়নের চেষ্টা করেছি তা অবশ্যই আগামীতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি। মানুষ মাত্রই ভুলের উর্ধে নয়। কর্মে আচারনে বা অন্য যেকোন ভাবে আমারও ভুল হতে পারে। উপজেলাবাসী আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এমনটাই প্রত্যাশা। উত্তরবঙ্গ নিউজ

সর্বশেষ সংবাদ